বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্রের জর্জিয়া শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
১৩ মার্চ, ২০২৫ বৃহস্পতিবার কমিটির প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন ভূঁইয়ার ঘোষণার মধ্য দিয়ে জর্জিয়া বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
শাহনাওয়াজ হোসেন হোসেনকে সভাপতি এবং এস এম রেজাউল হককে সাধারণ সম্পাদক করে গঠিত এই কমিটি বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার জন্য কাজ করবে। কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষ নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি শাহনেওয়াজ হোসেন বলেন, “বিএনপির আদর্শকে আরও সুসংগঠিত করা ও গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করাই আমাদের লক্ষ্য। আমি বিশ্বাস করি, আমরা সবাই একসঙ্গে কাজ করলে দলের কার্যক্রম আরও গতিশীল হবে।
সাধারণ সম্পাদক এস এম রেজাউল হক বলেন, “নতুন কমিটি বিএনপির সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং দলীয় কর্মসূচিকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করব।
এছাড়াও নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল মুন্না দলের সকল নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং দলীয় ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব দেন। এর দিয়ে মধ্য দিয়ে দলীয় ঐক্য ও কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে নবগঠিত এই কমিটিতে অভিজ্ঞ, নিষ্ঠাবান ও যোগ্য নেতাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।
এই কমিটি বিএনপির আদর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।