ঢাকাশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ডাকাতি করা কালে পিস্তলের ৪ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন, স্বর্ণ ও ডাকাত দলের সক্রিয় সদস্য আটক

ইকবাল হোসেন শামীম
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) ইং তারিখ রাত অনুমান রাত ৮টার সময় মিয়াবাজার হাইওয়ে থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা মিয়া বাজারস্থ “মিয়াবাজার মসজিদ মার্কেট” এর প্রীতি জুয়েলার্স নামক স্বর্ণের দোকানে ৯ জন সশস্ত্র ডাকাত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র সহ ডাকাতির ঘটনা সংঘটিত করে। এশার নামাজের জামাত চলাকালীন মার্কেটের অধিকাংশ দোকানদার নামাজে থাকার সুযোগে ডাকাত দল পর্যায়ক্রমে উক্ত স্বর্ণের দোকানে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে অনুমান ২ থেকে ৩ মিনিটের মধ্যে ডাকাতির ঘটনা সম্পন্ন করে স্থান ত্যাগ করে। ডাকাতরা দুটি মাইক্রোযোগে এসে পর্যায়ক্রমে মার্কেটের দুটি প্রবেশদ্বার দিয়ে মার্কেটের অভ্যন্তরে প্রবেশ করে এবং ডাকাতি শেষে মার্কেটের পিছনের গেইট অর্থাৎ দক্ষিণ গেট দিয়ে বের হয়ে ফায়ার আগ্নেয়াস্ত্রের গুলি ও ককটেল এর বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে চলে যায়। ডাকাতরা মার্কেট থেকে বের হওয়াকালীন মোশারফ হোসেন নামের অপর একজন দোকানদার ডাকাতির বিষয়টি বুঝতে পেরে গেইট বন্ধ করতে গেলে ডাকাতরা তাকে গুলি করে গুরুতর জখম করে। ঘটনার সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং মিয়াবাজার হাইওয়ে থানার কমিউনিটি পুলিশের সদস্য তোফায়েল আহমেদ জুয়েল সহ স্থানীয় জনগণ এর সহায়তায় ডাকাত দলের সক্রিয় সদস্য কায়সার (৩০), পিতা-আবুল বাসার, সাং-চান পাড়া, থানা-উত্তর খান, জেলা- ঢাকা কে আটক করে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ-১৩-২৯০২) মহাসড়কের উপর ফেলে গেলে তা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উক্ত মাইক্রোবাসের ভিতর প্রীতি জুয়েলার্স হতে লুন্ঠিত একটি স্বর্ণের মোটা চেইন, একটি চিকন চেইন, দুইটি কানের দুল, দুইটি হাতের বালা, পাঁচটি তিলক, পাঁচটি নাক ফুল, কয়েকটি জুয়েলারী খালী বক্স এবং ডাকাতদের ব্যবহৃত দুইটি চাপাতি, চার রাউন্ড গুলিসহ একটি পিস্তলের ম্যাগজিন এবং ভূয়া দুইটি গাড়ীর নাম্বার প্লেট উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত কে জিজ্ঞাসাবাদ করে অপরাপর সদস্যদের বিষয়ে তথ্যসংগ্রহ করা হচ্ছে। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম, হাইওয়ে পুলিশ কুমিল্লা সার্কেল ও মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জকে নিয়ে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটককৃত ডাকাত দলের সদস্যকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ বিষয়ে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় ১টি ডাকাতি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।