কুমিল্লা চৌদ্দগ্রামের নোয়াবাজারস্থ হোটেল ফুড প্যালেসের সামনে তাঁত ও বস্ত্র কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ ও মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন।
মেলার উদ্যোক্তা ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি মো: এমদাদ উল্যাহ, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, কার্যকরী সদস্য আনিছুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক শাখায়াত শাওন, মামুন মজুমদার। এ সময় বিভিন্ন স্থান থেকে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।